দিবসটি উপলক্ষে আগামী ৪ ও ৫ মার্চ দুই দিনব্যাপী সংগ্রাহক মহাসমাবেশের আয়োজন করবে কালেক্টার পরিবার। ৬৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেটে এই সমাবেশ হবে।
এক ও একশ টাকার নোট প্রচলনের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজি মুদ্রা চালু ১৯৭২ সালের ৪ মার্চ। বাংলাদেশের মানচিত্রখচিত ছিল সেই নোটটিতে। এ নোট ছাপা হয় ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। এর নকশার দায়িত্বও দেওয়া হয় ভারতের এই প্রেসটিকে।
ঢাকার চারুকলা থেকে পাস করা শিল্পী কাজী গোলাম মুস্তাফা (কে জি মুস্তাফা) প্রথম স্থানীয় হিসেবে টাকার নকশা করেছিলেন। তবে ওই মুদ্রাগুলো প্রচলনে আসে ১৯৭২ সালের ২ জুন। ৭৮ বছর বয়সী কে জি মুস্তাফা ‘কালেক্টার’ পত্রিকার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।