রোববার (০৭ মার্চ) দুপুরে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাই বেশি। এ ছাড়া পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে বিভিন্ন পদে কর্মরত আছেন।
নিয়ম অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখন প্রথমে তাঁদের এই মন্ত্রণালয়ে যোগ দিতে হবে। এরপর তাঁদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে। কর্মকর্তারা ই–মেইলে যোগদান করতে পারবেন। অবশ্য আপাতত প্রায় সবাইকে আগের পদেই থাকতে হবে। প্রশাসনিক পদ হওয়ায় সাধারণ নিয়ম অনুযায়ী উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার হতে ৭৫ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন