বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করা উইলিয়ামসন কনুইয়ের চোটে ভুগছেন। যার কারণে ১০-১২ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

নিউজিল্যান্ড ক্রিকেটের মেডিকেল ম্যানেজার ডেল শাকেল জানান, ‘উইলিয়ামসনের বাম-কনুইয়ে টিয়ার দেখা দিয়েছে। যার কারণে খেলতে অসুবিধা হচ্ছে তার। এই চোট পুরোপুরি সারাতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।’

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘সে দেশের হয়ে খেলতে ভালোবাসে। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাই সহজ ছিল না। কিন্তু একজন ব্যাটসম্যানের সামনের কনুই তার খেলার জন্য খুব গুরুত্বপূর্ণ।

এমন অবস্থায় পুরোদস্তুর বিশ্রাম ছাড়া উপায় নেই। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে কেনের নেতৃত্বের অভাব অনুভব করবো আমরা। ’

বাংলাদেশের বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজেও উইলিয়ামসনকে খেলানোর চিন্তা নেই স্টিডের। আপাতত আইপিএলকে কেন্দ্র করেই তার পুনর্বাসন চালানোর কথা জানালেন কিউই কোচ। তিনি বলেন, ‘আশা করছি তিন সপ্তাহের মধ্যে উইলিয়ামসন ফিট হয়ে যাবে। তখন আইপিএলও শুরু হবে। আমরা তার সঙ্গে ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কথা চালিয়ে যাব যেন শতভাগ ফিট হলেই কেবল আবার মাঠে নামে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই দলকে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। একটিতে ফিফটি করলেও বাকিগুলোয় পারফর্ম করতে পারেননি। এর আগে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে একটি সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি করেন তিনি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্ট খেলে করেন ক্যারিয়ার সেরা ২৫১ রান।

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে