প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা তুলে নেওয়া কোম্পানি লুব-রেফ গতকাল মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন শুরু করে। ১৫০ কোটি টাকা তুলতে লুব-রেফ ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার বাজারে ছাড়ে। গতকাল প্রথম দিনই ডিএসইতে লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষ ছিল কোম্পানিটি।
আইপিওতে লুব-রেফের শেয়ার ২৭ টাকা করে বিক্রি করা হয়। আর লেনদেনের প্রথম দিন কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা বা ৫০ শতাংশ বেড়ে হয় ৪০ টাকা ৫০ পয়সা। তবে গতকাল কোম্পানিটির অল্প কিছু শেয়ারের হাতবদল হয়েছিল। আজ দুপুর ১২টা নাগাদ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১১ টাকা ৮০ পয়সা।
লুব-রেফ (বাংলাদেশ) ২০০১ সালের ১৮ নভেম্বর ব্যবসায়িক নিবন্ধন পায় এবং ২০০৬ সালের ১৮ ডিসেম্বর কার্যক্রম শুরু করে।