হবিগঞ্জে মোটরসাইকেল খালে পড়ে প্রবাসী নিহত

হবিগঞ্জে মোটরসাইকেল খালে পড়ে প্রবাসী নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রবাসীর নাম শেখ মো. রাজু। তিনি বানিয়াচং উপজেলার খাড়াউড়া ইউনিয়নের গুনই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজু তার এক বন্ধুকে নিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের বালিখালে ব্রিজে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে দুইজন আহত হয়।

বানিয়াচং থানার উপপরির্শক (এসআই) ফারুক ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। অপরজনকে গুরুতর অবস্থায় রাত ১২টার দিকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আয়াত আলী বলেন, দুর্ঘটনার কিছুক্ষণ আগে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে বৃষ্টির সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

নিহত রাজুর মামাতো ভাই এমদাদুল হক হিরু জানান, নিহত রাজু করোনার সময় ওমান থেকে দেশে আসছিল। এরপর আর তিনি যেতে পারেননি। তার পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

এসআই ফারুক আহমেদ জানান, নিহত রাজুর প্যান্টের পকেট থেকে দুটি স্বর্ণের বালা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বালাগুলো শহর থেকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা