সূত্র মতে, গনশুনানিতে প্রবাসী বাংলাদেশি, কাস্টডিয়ান প্রতিনিধি, ডিপোজিটরি পার্টিসিপেন্ট, ট্রেকহোল্ডার, মার্চেন্ট ব্যাংকার্স ও স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের অংশগ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। শুনানিতে কাস্টোডিয়ান ব্যাংক এবং যেসব ব্রোকারদের নিটা অ্যাকাউন্ট আছে, তারা যাতে প্রবাসী বিনিয়োগকারীদের টাকা নিয়ে আইপিওতে আবেদন করতে পারে সে বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
জানা গেছে, এ গণশুনানি প্রধানত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়েছে, সেহেতু প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বেশি থাকা উচিত বলে মনে করছে কমিশন। একইসঙ্গে প্রবাসী বিনিয়োগকারীদের নিটা একাউন্ট খুলতে ইনভলভিং পার্টি হিসেবে কাস্টোডিয়ান ব্যাংক প্রতিনিধিদের গণশুনানিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। গণশুনানিতে অংশগ্রহণের জন্য রোববারের (১৪ মার্চ) মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। এ বিষয়ে ডিএসইর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এ গণশুনানিতে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। আর সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার মো. আব্দুল হালিম। এছাড়া গণশুনানিতে বিএসইসির প্রতিনিধি হিসেবে নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, ডিএসইর প্রতিনিধি হিসেবে প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এম. সাইফুর রহমান মজুমদার, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রতিনিধি হিসেবে সভাপতি শরিফ আনোয়ার হোসেন এবং ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম আলোচনায় অংশ গ্রহণ করবেন।