‘নতুন ৭ গন্তব্যে ফ্লাইট চালু করবে বিমান’

‘নতুন ৭ গন্তব্যে ফ্লাইট চালু করবে বিমান’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন ৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালু করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, টরেন্টো, নিউইয়র্ক, টোকিও, গুয়াংজু, মালে, কলম্বো ও চেন্নাইয়ে যাত্রীবাহী ফ্লাইট চালু প্রক্রিয়াধীন রয়েছে।
এসব গন্তব্যে ফ্লাইট চালু হলে বিমানের আয়ও বাড়বে।

রোববার (১৪ মার্চ) বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বিমানের 'আকাশতরী' ও 'শ্বেতবলাকা'র উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।

মো. মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান নিয়ে অনেক স্বপ্ন। বিমানের জন্য অনেক কিছু করেছেন তিনি। তার নেতৃত্বে বিমান এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী বিমানকে ১২টি নতুন উড়োজাহাজ কিনে দিয়েছেন। এখন নতুন রুট বাড়াতে হবে।

অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিমানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭৪ আসন বিশিষ্ট প্লেন দুটি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই উড়োজাহাজ দুটির নাম রাখেন ‘‘আকাশতরী’’ ও ‘‘শ্বেতবলাকা’’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন