ক্যাম্পাসে ছাত্রী ও সহকর্মীদের কাছে শান্ত, উদ্যমী ও ধৈর্যশীল একজন নারী হিসেবে পরিচিত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। মাতৃত্বের কোমলতা আর মানসিক জোর নিয়ে বেঁচে থাকার প্রাণশক্তিতে ভরা একজন শিক্ষক।
১৯৮০ সালে এসএসসি ১৯৮২ সালে এইচএসসি পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ১০ম বিসিএসে সরকারি কর্ম কমিশনের শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন সুপ্রিয়া ভট্টাচার্য। তারপর যান হাজী মুহাম্মদ মহসিন কলেজে, পরে চট্টগ্রাম কমার্স কলেজে, তারপর চট্টগ্রাম সিটি কলেজে, আবার চট্টগ্রাম কমার্স কলেজে। সর্বশেষ ইডেন মহিলা কলেজে। বর্তমানে এখানে অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ স্কাউটস বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। ঐ বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে।
মেয়েদের সুযোগ দেওয়ার লক্ষ্যে জাতীয় কাউন্সিল ১৯৯৪ সালের ২৪ মার্চ একাদশ সভায় বিশ্ব স্কাউট সংস্থার অনুমোদনক্রমে গার্ল-ইন-স্কাউটিং চালু করে বাংলাদেশে। বাংলাদেশ স্কাউটস কার্যক্রম শুরু করেছিলো মাত্র ৫৬ হাজার ৩২৫ জন সদস্য নিয়ে। ১৯৭৮ সালে সদস্যসংখ্যা বৃদ্ধির বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়।
বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ হচ্ছে জাতীয় স্কাউট কাউন্সিল। বাংলাদেশের রাষ্ট্রপতি ও চিফ স্কাউট এ কাউন্সিলের প্রধান। স্কাউট জাতীয় কাউন্সিলের সভা প্রতিবছর সদর দফতরে অনুষ্ঠিত হয়ে থাকে।