শুক্রবার (১৯ মার্চ) রাতে বিজেএসসি'র কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি জি.এম হিরক ও সাধারণ জাবিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম সজল, সহ-সভাপতি: মো. কাওসার আহমেদ, মো. ফয়সাল আহমেদ, মো. জাহীদ আহমেদ, মোসা. লায়লা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না চৌধুরী, লিংকন রায়, তাসমি হায়দার,মাহদী হাসান হিমেল, সাংগঠনিক সম্পাদক আয়াশ আদনান আদি, সিফাত আমিন শুভ,সানজিদা সাফরিন শান্তা।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, উপ দপ্তর সম্পাদক পদে সামিউম বাসির মেরাজ, অর্থ সম্পাদক পদে মোসা. রিমু রেজা, উপ অর্থ সম্পাদক পদে তাহমিনা আক্তার ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রাকিব হোসেন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রাজিব মিয়া, আইটি সম্পাদক পদে মেহেদী হাসান, সংস্কৃতিক সম্পাদক পদে সাদিয়া আসফি তিশা, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মোসা. তাবাসসুম মীম মৌ, নারী বিষয়ক সম্পাদক পদে সাদিয়া আফরিন আন্নী, সমাজ সেবা সম্পাদক পদে কুরছিয়া জামান প্রিতম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে হৃদয় সাহা, ভ্রমণ বিষয়ক সম্পাদক পদে কাজী আফতাবুন্নাহার, ক্রীড়া সম্পাদক পদে মোকাদ্দেস হোসেন ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে গালিবা ফাহমিদা প্রমির নাম ঘোষণা করা হয়।
শুভ্রদেব দাস, মো. হাদিউজ্জামান, মুকসিদ হোসেন রোহান, আশিক ইলাহী, মাহির সাদমান, জাহীদ ইসলাম, মো. অপু, হাসিবুল ইসলাম শান্ত, আশিক আহমেদ, জাকারিয়া আহমেদ জয়কে কমিটির কার্যকরী সদস্য করা হয়েছে।