২৩ মার্চের পর তাপপ্রবাহ

২৩ মার্চের পর তাপপ্রবাহ
বেশকিছু দিন ধরেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি ও তার উপরে উঠানামা করছে। ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠলে মৃদু তাপপ্রবাহ ঘোষণা করা হয়। শনিবারও (২০ মার্চ) পাঁচটি অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। তবে এখনো পর্যন্ত আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি।

শনিবার যশোর ও পটুয়াখালীর খেপুপাড়ায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া ফরিদপুরে ৩৬ দশমিক ৫, মংলায় ৩৬ দশমিক ১ এবং চুয়াডাঙ্গায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা বেশকিছু দিন ধরে রেকর্ড হলেও কেন মৃদু তাপপ্রবাহ ঘোষণা করা হচ্ছে না জানতে চাইলে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এর সঙ্গে আদ্রতা জড়িত আছে। আদ্রতা এখন কম আছে। আদ্রতা বেশি হলে গরমের অনুভূতি বাড়ে। আর বাড়তি তাপমাত্রাগুলো একই অঞ্চলে থাকায় তাপপ্রবাহ ঘোষণা হয় না। অঞ্চল আস্তে আস্তে বাড়তে থাকলে আমরা তাপপ্রবাহ ঘোষণা করবো। যতক্ষণ এই অবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত তাপপ্রবাহ ঘোষণা করা হবে না। ২৩ মার্চের পর তাপপ্রবাহ ঘোষণা হতে পারে।’

এদিকে রোববার (২১ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনেও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়