চলছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ। বড় দৈর্ঘ্যের ক্রিকেটের দেশের প্রধানতম ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। সাদা জার্সিতে সাকিবের মাঠে ফেরার সম্ভাবনা একদমই নেই। চাইলে খেলতে পারবেন। সেটাও নিজের ইচ্ছায়। বিসিবি থেকে কোনো বাঁধা নেই।
আপাতত লাল বলে নজর নেই সাকিবের। তার চিন্তাভাবনা জুড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) । এজন্য ৩৪তম জন্মদিনের সকালে মিরপুরে শুরু করলেন আইপিএলের প্রস্তুতি। গ্রোয়েনের ইনজুরি নিয়ে গত মাসে সাকিব মাঠের বাইরে যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চোট পান। এরপর মাঠে ফেরা হয়নি। দীর্ঘদিন পর ব্যাট নিয়ে সাকিব নামলেন ২২ গজে।
তার ব্যাটিংয়ে ছিল না জড়তা। থ্রোয়ার বুলবুলের বলগুলো খেলছিলেন সিদ্ধহস্তে। স্ট্রোক খেলার দিকে বেশি নজর ছিল তার। টাইমিং মেলাতে সময় নিয়েছিলেন। এরপর সব পিচার পারফেক্ট।
জন্মদিনের সকাল সাকিবের কাটালেন প্রিয় মাঠ, প্রিয় জায়গায়। প্রথম প্রহরে বাসায় কেক কেটেছেন। সঙ্গে ছিলেন বোন জান্নাতুল ফেরদৌস রিতু। সাকিবের পরিবার এখন যুক্তরাষ্ট্রে। গত সপ্তাহে সাকিব তৃতীয় সন্তানের বাবা হয়েছেন।