কক্সবাজারে সাত মাসে পর্যটন খাতে আয় হাজার কোটি টাকা

কক্সবাজারে সাত মাসে পর্যটন খাতে আয় হাজার কোটি টাকা
করোনাভাইরাস মহামারির মধ্যেও নতুন বছরের শুরুতে চাঙা হয়েছে পর্যটন ব্যবসা। পর্যটক আগমন করায় হোটেল-মোটেলসহ সৈকত এলাকার ব্যবসায়ীরা দারুণ খুশি। গত ৭ মাসে এ খাতে আয় হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।

স্থানীয় ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তারা জানান, ২০২০ সালের আগস্ট থেকে ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত কক্সবাজারের পর্যটন খাতে আয় হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। যা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। আর এসব আয় থেকে ভ্যাট আদায় হয়েছে প্রায় ১৬০ কোটি টাকা।

২০২০ এর বিদায়, নতুন বছর বরণ, ভালবাসা দিবস এবং ২১ ফেব্রুয়ারি ঘিরে সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছিল হাজার হাজার পর্যটক। করোনার মাঝেও পর্যটকদের পদচারণায় মুখরিত ছিল সৈকতের প্রতিটি পয়েন্ট।

বিপুল সংখ্যক পর্যটকের আগমনে কর্মব্যস্ত ছিল সৈকত এলাকার ফটোগ্রাফার, জেডস্কি ও বিচ বাইক চালকরা। একই সঙ্গে জমজমাট ছিল বার্মিজ মার্কেটগুলো। এ ছাড়া বেশির ভাগ সময় সাড়ে ৪ শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট পর্যটকে পূর্ণ ছিল ।

কক্সবাজারের হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র আবু তালেব শাহ একটি অনলাইন পোর্টালকে বলেন, আশা করছি মহামারি কাটিয়ে আমরা আবার নতুন করে শুরু করতে পেরেছি। করোনায় যে লোকসান হয়েছে তা অনেকটা কাটিয়ে ওঠতে পেরেছি। আগামীতে আরও ভাল ব্যবসা হবে বলে আশা করছি।

কলাতলী মেরিনড্রাইভ হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, ইনানী ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে গত তিন দিনে ৩ লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করেছেন। এ হিসেবটা মিলালে বোঝা যাবে কত পর্যটক কক্সবাজারে এসেছেন করোনার পরে। আশার কথা হলো, বেকার কর্মচারীরা কাজ ফিরে পেয়েছেন। একই সঙ্গে ব্যবসায়ীরাও লোকসান কাটিয়ে উঠতে পেরেছেন।

তবে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনা আক্রান্তের সংখ্যা আবারও বৃদ্ধি পাওয়ায় সৈকত এলাকায় ভ্রমণ কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর হচ্ছে প্রশাসন। করোনার কথা মাথায় রেখে ব্যবসায়ীদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন