আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) অনুষ্ঠিত কমিশনের ৭৬৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ৩ কোটি টাকার যোগান দেবে। বাকি ৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
আলোচিত ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।