বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৯ শতাংশ কমেছে। সূচকটি ১০১ দশমিক ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ১২৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ২২ শতাংশ বা ২১ পয়েন্ট, আর ডিএসই শরীয়াহ সূচক ২ দশমিক ২৬ শতাংশ বা ৩২ পয়েন্ট কমেছে।
ডিএসইতে আজ ৪০৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৩ কোটি ৮ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪২২ কোটি ৫১ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬৫০ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।