ডিএসই’র সচেতনতামূলক কার্যক্রম

ডিএসই’র সচেতনতামূলক কার্যক্রম
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর মনিটরিং অ্যান্ড কমপ্লায়ান্স ডিপার্টমেন্ট ডিএসই ট্রেনিং একাডেমির সাথে যৌথভাবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর ওপর এক সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে (ওয়েবিনার) করেছে। বুধবার (৩১ মার্চ) এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক শফিউল আজম এবং টেকনিকাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির উপ-পরিচালক জনাব শেখ মো. লুতফুল কবির। সমাপনী বক্তব্য প্রদান করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) জনাব আবদুল মতিন পাটওয়ারী।

অনুষ্ঠান সঞ্চাচলায় ছিলেন মনিটরিং অ্যান্ড কমপ্লায়ান্স ডিপার্টমেন্টের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভুঁইয়া, এসিএস।

সচেতনতামূলক এই কার্যক্রমে স্টক-ব্রোকার ও ডিলার হিসাবে সিকিউরিটিজ লেনদেন, স্টক-ব্রোকার ও ডিলার-কর্তৃক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও জমাদান, হিসাববহি সংরক্ষণ, কনসোলিডেটেড কাস্টমারস্ অ্যাকাউন্টস পরিচালনা, গ্রাহকদের সিকিউরিটিজ আলাদাভাবে সংরক্ষণ, স্টক-ব্রোকার অথবা ডিলারের নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা, কাস্টমার হিসাব খোলার ফরম, কে.ওয়াই.সি. প্রোফাইল ফরম, স্টক-ব্রোকার অথবা ডিলার-কর্তৃক নেট ক্যাপিটাল ব্যালান্স মেইনটেইন করাসহ রিস্ক-বেইজড ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিওর ওপর আলোকপাত করা হয়। শেয়ারবাজারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন