সূত্র মতে, রবিবার কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৭ শতাংশ, আরএকে সিরামিকের ৯ দশমিক ০২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪৮ শতাংশ, ইসলামি ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৮ দশমিক ২১ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৬৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬ দশমিক ৭৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৭ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।