ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যে পুনরায় উৎপাদন শুরু করার চেষ্টা করছে। গত ৪ এপ্রিল সালেক টেক্সটাইলে অগ্নিকান্ডের পর কোম্পানিটি বিষয়টি বিএসইসি, ডিএসই ও সিএসইকে জানায়। সালেক স্পিনিংয়ে অগ্নিকান্ডের ঘটনায় দুইটি ওয়েভিং ফ্যাক্টরির মধ্যে একটির যন্ত্রপাতি, ফ্যাক্টরি শেড, এসি প্লান্টস ও ইয়ার্ন এবং ফেব্রিক্সের ক্ষতিগ্রস্ত হয়।
কোম্পানির আরেকটি ওয়েভিং ফ্যাক্টরি বর্তমানে উৎপাদন শুরু করেছে, যেখানে ৪২ শতাংশ উৎপাদন ক্ষমতা রয়েছে।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৭-৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সালেক স্পিনিংয়ের কারখানাটি ফায়ার ইন্স্যুরেন্সের অধীনে রয়েছে।
প্রসঙ্গত, কোম্পানিটিতে মালেক স্পিনিংয়ের ৯৭.৯২৫ শতাংশ মালিকানা রয়েছে।