নেই নববর্ষের উৎসব, ক্রেতা শূন্য ইলিশের বাজার

নেই নববর্ষের উৎসব, ক্রেতা শূন্য ইলিশের বাজার
মহামারি করোনাভাইরাসের কারণে এবারের বাংলা নববর্ষে আমেজ নেই। আবার ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে লকডাউন। যার ফলে বন্ধ রয়েছে বৈশাখ উদযাপনের সব আয়োজন। এর ছোয়া লেগেছে বাজারেও।

প্রতি বছর এ সময়ে বাজারে ইলিশ কেনার হিড়িক পড়ে। অথচ এবারের বৈশাখের চিত্রটা ভিন্ন। বাজারে ইলিশ আছে, তবে নেই ক্রেতা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীর শেওড়াপাড়া, জামতলাসহ বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ বিক্রেতারা ইলিশ মাছ নিয়ে বসে আছেন, কিন্তু আশানুরুপ ক্রেতা নেই ইলিশের। অনেক ব্যবসায়ীকে হতাশ হতেও দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, করোনাভাইরাসের কারণে এবার তাঁরা ইলিশ বিক্রি করতে পারছেন না। অন্যান্য বছর পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল কয়েক লাখ টাকার মাছ বিক্রি করতেন তারা। তবে এবার এ বছর অর্ধ লাখ টাকার ইলিশও বিক্রি করা সম্ভব হয়নি।

শেওড়াপাড়ার ইলিশ বিক্রেতা মনির শেখ বলেন, প্রতিবছর পহেলা বৈশাখের আগের দিন দুই থেকে আড়াই লাখ টাকার ইলিশ মাছ বিক্রি করতাম। কিন্তু আজ সারাদিনে মাত্র ২০ হাজার টাকার মত মাছ বিক্রি হয়েছে।

মনির শেখের মত অন্যান্য ইলিশ বিক্রেতাদেরও একই অবস্থা। করোনাভাইরাসের কারণে এবার তারাও আগের তুলনায় অনেক কম বিক্রি করতে পেরেছেন।

অন্যান্য বছরের থেকে এবার ইলিশের দামও বেশি। যেখানে আগে মাঝারি আকারের ইলিশের কেজি ছিল ৭০০ থেকে ৮০০ টাকা, এবার সে ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো