বৃহস্পতিবার (২২ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, টিকা উৎপাদনে সক্ষম এমন একাধিক বাংলাদেশি প্রতিষ্ঠানের নামের তালিকা রাশিয়াকে দেয়া হয়েছে। এখন তারা এক বা একাধিক প্রতিষ্ঠানকে ফর্মুলা দিতে পারে। যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত টিকা তৃতীয় দেশে রফতানির প্রস্তাবও মেনে নিয়েছে রাশিয়া।
এ চুক্তি কবে হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই চুক্তি ইদানীং হয়েছে। বিভিন্ন রকমের আনুষ্ঠানিক দলিলে সই করেছি। রাষ্ট্রীয় পর্যায়ে যৌথ উৎপাদনের বিষয়ে চুক্তিটা হয়েছে।
যৌথভাবে এ টিকা উৎপাদনের বিষয়টি সময়সাপেক্ষ হওয়ায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কিছু টিকা রাশিয়ার কাছে থেকে কেনা হবে বলেও জানান মোমেন।