তারকা ক্রিকেটার ঠাসা হলেও মাঠে পারফরম্যান্সে খুবই বাজে অবস্থা কলকাতার। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে আজ কলকাতার প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।
কলকাতার হয়ে প্রথম তিন ম্যাচ খেলেছিলেন সাকিব। জিতেছিলেন প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচে হার। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় সাকিব শেষ দুই ম্যাচে একাদশের বাইরে। আজ গেইল, রাহুলদের বিপক্ষে মাঠে ফিরতে পারবেন কী বাংলাদেশের সুপারস্টার?
হিসেব বলছে সেই সম্ভাবনা খুবই কম। সাকিবকে আজও ডাগআউটে দেখা যাবে। দল ভালো করতে না পারায় এমনিতেই সমালোচনার মুখে অধিনায়ক এউয়ন মরগ্যান। বিদেশীদের মধ্যে শুধুমাত্র পারফর্ম করছেন আন্দ্রে রাসেল।সেখানেও ধারাবাহিকতার অভাব। প্যাট কামিন্স ও সাকিবের পরিবর্তে দলে আসা সুনীল নারিনও ছন্দে নেই। নারিনকে বসিয়ে আজ দ্রুতগতির লুকি ফার্গুসনকে নিতে পারে কলকাতা। সেক্ষেত্রে ব্যাটিংয়ে বাড়তি দায়িত্ব নিতে হবে কলকাতার উপরের দিকের ব্যাটসম্যানদের।
কিন্তু তারা তো আরও বিবর্ণ। ওপেনার শুভমান গিল শেষ পাঁচ ম্যাচে মোট ৮০ রান করেছেন। নীতিশ রানা প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করার পর থেকে রান করতে ব্যর্থ। রাহুল ত্রিপাঠীও ভালো শুরু করে বড় ইনিংস উপহার দিতে পারছেন না। মরগ্যান, কার্তিক, রাসেল বড় ইনিংস খেলতে ব্যর্থ। ব্যাটসম্যান কমিয়ে যদি বাড়তি বোলার নিয়ে কলকাতা মাঠে নামে তাহলে তাদের ফর্মে ফেরা বড্ড জরুরী। নয়তো ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে হবে কলকাতাকে।
কলকাতা যেখানে ছন্দহীন সেখানে পাঞ্জাব নিজেদের শেষ ম্যাচে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইকে। দারুণ ব্যাটিং, বোলিংয়ে রোহিত শর্মার দকে সহজেই হারায় তারা। আজ ছন্দ ধরে রাখার লড়াইয়ে গেইলরা কেউ জ্বলে উঠলে কপাল পুড়বে কলকাতার।