প্রথম ছয় ম্যাচের মাত্র একটিতে জয়, আর বাকি পাঁচটিতেই হেরেছে তারা। পয়েন্ট টেবিলেও হায়দরাবাদের অবস্থান সবার শেষে। এমন অবস্থায় নিজেদের অধিনায়ক বদলালো দলটি।
মৌসুমের বাকি সময় ডেভিড ওয়ার্নারের জায়গায় হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে তারা।
টুইটারে হায়দরাবাদ লিখেছে, ‘সানরাইজার্স হায়দরবাদ কালকের ও মৌসুমের বাকি সময়ের জন্য কেইন উইলিয়ামসনকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছে। একই সঙ্গে ম্যানেজম্যান্ট রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে বিদেশিদের কম্বিনেশনে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে।’
https://twitter.com/SunRisers/status/1388429789250211843?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1388429789250211843%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2Fcricket%2F28340
চলতি আসরে ৬ ম্যাচ খেলে ১৯৩ রান করেছেন ওয়ার্নার। মৌসুমের বাকি সময়েও তার কাছ থেকে সহায়তা পাওয়ার আশাও প্রকাশ করেছে হায়দরাবাদ। এছাড়াও গত কয়েক বছরে দলটির প্রতি ওয়ার্নারের অবদানকে সম্মান জানানোর কথা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হায়দরাবাদ।
তারা লিখেছে, ‘সিদ্ধান্তটা নেওয়া ফ্র্যাঞ্চাইজির জন্য সহজ ছিল না, গত কয়েক বছর ধরে ডেভিড ওয়ার্নার দলের জন্য যা করেছে তার জন্য আমাদের সম্মান আছে। আশা করছি আগের মতোই মাঠ এবং মাঠের বাইরে ডেভিড ওয়ার্নার আমাদের যথাযথ সহায়তা করবেন।’