শনিবার (৮ মে) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মূলত জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য দুটি ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার দুটি ফেরিঘাট মাওয়া ও পাটুরিয়ায় এই বিজিবি মোতায়েন থাকবে।
এর আগে শনিবার (৭ মে) মহামারিতে লকডাউনের মধ্যে ঈদযাত্রা ঠেকাতে রাতে দুটি ঘাটের ফেরি চলাচল বন্ধ করে নির্দেশনা জারি করে নৌ মন্ত্রণালয়। কেবল লাশ, রোগী ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ফেরি চলাচল করবে। তবে শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত অনেকেই দুটি ফেরিঘাটে গিয়ে ভিড় করে। এরপর যাত্রীদের চাপে ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ।