শনিবার (৮ মে) বিকেলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কাবুলের সায়েদ উল সুহাদা নামের একটি স্কুলে বিস্ফোরণের এসব ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা স্কুল থেকে বেরিয়ে আসছিল।
গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে স্কুলটির সামনের রাস্তায় শিক্ষার্থীদের রক্তের পাশাপাশি ব্যাগ আর বই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন রক্তাক্ত শিক্ষার্থীদের উদ্ধার করতে এগিয়ে আসেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, এ ঘটনায় অন্তত ২৫ জন মারা গেছে। তবে বিস্ফোরণের কারণ কিংবা লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
সরকারিভাবে ২৫ জনের মৃত্যুর খবর দেওয়া হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা অন্তত ৪০ বলা হচ্ছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগীর নাজারি বলেন, বিস্ফোরণের পর আহত অন্তত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহার শুরু করায় কাবুলে বাড়তি নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে। এরপরও সেখানকার স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় দায় স্বীকার করেনি কেউ