জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতিকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন উপকূলের সব উপজেলার ইউএনও, এসিল্যান্ড, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পিআইও ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে বলা হয়েছে।
এছাড়াও আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার করে বিদ্যুৎ সংযোগ ও অন্যান্য ভৌত অবকাঠামো প্রস্তুত করার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষকে আশ্রয়কেন্দ্রে আনার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিওগুলো প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, তাদের হাতে পর্যাপ্ত ত্রাণ ও খাদ্যসামগ্রী মজুদ আছে এবং পর্যাপ্ত সংখ্যক মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার প্রচারণাসহ মাইকিং করা হচ্ছে।