রাজধানীতে শিশু সন্তানসহ দগ্ধ দম্পতি

রাজধানীতে শিশু সন্তানসহ দগ্ধ দম্পতি
রাজধানীর মোহাম্মদপুরের বাসায় আগুন লেগে এক দম্পতি ও তাদের শিশু সন্তান দগ্ধ হয়েছে।

শনিবার (২৯ মে) রাত পৌনে ৩টার দিকে নবোদয় হাউজিংয়ে এই অগ্নিকাণ্ডের পর দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সোহেল রানা (৩৫), তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও তাদের দুই বছরের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমে বলেন, সোহেলের শরীরের ৭৫ শতাংশ, লাবনীর ৩০ আর শিশুটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গেলেও স্থানীয়ভাবে আগেই আগুন নেভানো হয়। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস লাইন ফুটো হয়ে টিনশেড ঘরটিতে গ্যাস জমেছিল। রাতে মশার কয়েল জ্বালানো হলে গ্যাসের সংস্পর্শে ঘরে আগুন লাগে।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়