ফের মালয়েশিয়ায় লকডাউনের সিদ্ধান্ত

ফের মালয়েশিয়ায় লকডাউনের সিদ্ধান্ত
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গোটা দেশ লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী মঙ্গলবার থেকে এ লকডাউন কার্যকর হবে। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

শুক্রবার (২৮ মে) দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।

স্ট্রেইটস টাইমের খবরে বলা হয়েছে, মালয়েশিয়া সরকার এমন সময়ে এ ঘোষণা দিল, যখন দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গতকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯০ জন। এ নিয়ে চার দিন ধরে দেশটিতে সংক্রমণের রেকর্ড হচ্ছে। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ হাজার ৫০০ জনের বেশি। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজারের বেশি।

এদিকে গতকাল মুহিদ্দিন ইয়াসিন লকডাউনের ঘোষণা দিয়ে বলেছেন, শুধু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যক্রম চলবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম চালু থাকবে।

এর আগের ঢেউয়ে মালয়েশিয়ায় সর্বোচ্চ সংক্রমণ দেখা গিয়েছিল গত জানুয়ারির শেষ দিকে। এরপর দেশটিতে সংক্রমণ কমে আসে। মার্চের শেষ দিকে সেই সংক্রমণ কমে এক হাজারের নেমে আসে। আবারও সেই সংক্রমণ বাড়তে বাড়তে মে মাসের শেষ দিকে এসে সর্বোচ্চ পৌঁছাল।

মুহিদ্দিন ইয়াসিন বলেন, সম্প্রতি করোনার সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে, তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হলো। কারণ, সম্প্রতি দৈনিক সংক্রমণ ৮ হাজার ছাড়িয়েছে। দেশে রোগী রয়েছে ৭০ হাজারের বেশি। তিনি বলেন, দেশে আড়াই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। মৃত্যু প্রতিদিনই বাড়ছে। নতুন যে ভেরিয়েন্টগুলো ছড়িয়ে, সেগুলোর সংক্রমণ ছাড়ানোর ক্ষমতা বেশি। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া