রোববার (৬ জুন) রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই করোনার টিকা আসছে। টিকা কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে কোনো জটিলতা তৈরি হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা বলেছি, টিকা কিনতে চাই এবং তোমরা কোনো বাধা ছাড়াই যোগান দাও। চীন আমাদের বলেছে, তারা কোনো বাধা ছাড়াই টিকা সরবরাহ করবে।
চীনের সঙ্গে টিকা উৎপাদন সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই দেশ থেকে সরেজমিন পরিদর্শনের জন্য দল আসবে। তারা এসে সরেজমিন দেখে বিষয়টি চূড়ান্ত করবে।