দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব
আলোচনা-সমালোচনা আর সাকিব আল হাসান, একে অন্যের পরিপূরক হয়ে গেছে! মাঠ কিংবা মাঠের বাইরে, সবখানেই আলোচনায় টাইগার অলরাউন্ডার। এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে নেমে বিতর্কিত এক কাণ্ডে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ হন সাকিব। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। দুই দফায় করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হয়ে নিজ দল মোহামেডানের সঙ্গে যোগ দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগের একটি সূত্র জানিয়েছে, দু’বার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সাকিব। সোমবার প্রথম পিসিআর টেস্ট হয় সাকিবের। সেদিন রাতেই ফল মিলেছে। প্রথম পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর বুধবার সকালে দ্বিতীয় পরীক্ষার নমুনা দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। এদিন মিরপুর স্টেডিয়ামে এসে নমুন দিতে দেখা যায় তাকে।

এই পরীক্ষার ফলও চলে এসেছে। বুধবার রাতে আসা ফল স্বস্তির খবর দিচ্ছে সাকিবকে। পরপর দু’বার করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হওয়ায় রাতেই হোটেলে উঠেছেন তিনি। যোগ দিয়েছেন জৈব সুরক্ষা বলয়ে থাকা দলের বাকিদের সঙ্গে।

গত শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে স্টাম্প ভাঙার কারণে ৩ ম্যাচ নিষিদ্ধ হন সাকিব। এই অলরাউন্ডার নিষেধাজ্ঞা পাওয়ার পর এরই মধ্যে ডিপিএলে মোহামেডান ৩টি ম্যাচ খেলে ফেলেছে। আজ (বৃহস্পতিবার) মাঠে ফিরতে পারবেন সাকিব। বিকেল ৬টায় লিগ পর্বের শেষ রাউন্ডে গাজী গ্রুপের মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচেই মাঠে নামার কথা আছে সাকিবের।

এর আগে নিষেধাজ্ঞা পাওয়ার পর হোটেল ছেড়ে গিয়েছিলেন সাকিব। জৈব সুরক্ষা বলয় ভেঙে বাইরে যাওয়ার কারণে দলে যোগ দিতে নিয়ম অনুযায়ী দু’বার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল পেতে হতো তাকে। সেই ফল হাতে পেয়েছেন সাকিব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়