বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগের একটি সূত্র জানিয়েছে, দু’বার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সাকিব। সোমবার প্রথম পিসিআর টেস্ট হয় সাকিবের। সেদিন রাতেই ফল মিলেছে। প্রথম পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর বুধবার সকালে দ্বিতীয় পরীক্ষার নমুনা দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। এদিন মিরপুর স্টেডিয়ামে এসে নমুন দিতে দেখা যায় তাকে।
এই পরীক্ষার ফলও চলে এসেছে। বুধবার রাতে আসা ফল স্বস্তির খবর দিচ্ছে সাকিবকে। পরপর দু’বার করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হওয়ায় রাতেই হোটেলে উঠেছেন তিনি। যোগ দিয়েছেন জৈব সুরক্ষা বলয়ে থাকা দলের বাকিদের সঙ্গে।
গত শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে স্টাম্প ভাঙার কারণে ৩ ম্যাচ নিষিদ্ধ হন সাকিব। এই অলরাউন্ডার নিষেধাজ্ঞা পাওয়ার পর এরই মধ্যে ডিপিএলে মোহামেডান ৩টি ম্যাচ খেলে ফেলেছে। আজ (বৃহস্পতিবার) মাঠে ফিরতে পারবেন সাকিব। বিকেল ৬টায় লিগ পর্বের শেষ রাউন্ডে গাজী গ্রুপের মুখোমুখি হবে মোহামেডান। এই ম্যাচেই মাঠে নামার কথা আছে সাকিবের।
এর আগে নিষেধাজ্ঞা পাওয়ার পর হোটেল ছেড়ে গিয়েছিলেন সাকিব। জৈব সুরক্ষা বলয় ভেঙে বাইরে যাওয়ার কারণে দলে যোগ দিতে নিয়ম অনুযায়ী দু’বার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল পেতে হতো তাকে। সেই ফল হাতে পেয়েছেন সাকিব।