টিকায় অগ্রাধিকার পাবেন বিদেশগামী কর্মীরা

টিকায় অগ্রাধিকার পাবেন বিদেশগামী কর্মীরা
বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ১৯ জুন থেকে চীন সরকারের উপহারের ১১ লাখ টিকা দেওয়া শুরু হবে। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল বা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কেন্দ্রে টিকা দেওয়া হবে। প্রজ্ঞাপনে টিকা দেওয়ার জন্য ১০ ক্যাটাগরির নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে। এতে ৩ নম্বরে বিদেশগামী কর্মীদের কথা বলা হয়েছে।

এদিকে বিদেশগামী কর্মীদের টিকা দেওয়ার তালিকায় অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

বুধবার (১৬ জুন) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে বিদেশগামীদের টিকা দেওয়া নিয়ে বৈঠক করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার (১৭ জুন) ঢাকা পোস্টকে জানান, বৈঠকে বিদেশগামী কর্মীদের জন্য খুব শিগগিরই টিকার ব্যবস্থা করা হবে বলে মন্ত্রী ইমরান আহমদকে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চীনের উপহারের সিনোফার্মের ৬ লাখ টিকা থেকে কিছু টিকা বিদেশগামীদের দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র বলছে, বিদেশগামীদের কর্মীদের টিকা নিশ্চিত করার জন্য গত ১০ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চিঠি দিয়েছিলেন মন্ত্রী ইমরান আহমদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু