বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান মিলল আফ্রিকায়

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান মিলল আফ্রিকায়
আফ্রিকার দক্ষিণাঞ্চলের বতসোয়ানায় বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া গেছে। খনি থেকে উত্তোলন করা হীরাটির ওজন ১ হাজার ৯৮ ক্যারেট বলে জানিয়েছে খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, গত ১ জুন বড় আকারের এই অমসৃণ হীরার সন্ধান মিলেছে। ইতোমধ্যে রাজধানী গ্যাবোরোনে দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে এই হীরা দেখানো হয়েছে।

দেবসোয়ানো ব্যবস্থাপনা পরিচালক রানিত্তে আর্মস্ট্রং বলেন, ‘বিশ্বে সন্ধান পাওয়া হীরাগুলোর মধ্যে এটিকে আকারের দিক থেকে তৃতীয় বৃহত্তম বিবেচনা করা হচ্ছে। এটি অসাধারণ ও দুর্লভ। আমাদের খনি থেকে পাওয়া সবচেয়ে বড় হীরা এটি।’

দেশটির সরকার ও গ্লোবাল ডায়মন্ড জায়ান্ট ডি বিয়ার্স’র যৌথ উদ্যোগে হীরাটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রানিত্তে আর্মস্ট্রং আরও বলেন, এই হীরা আমাদের জাতির জন্য নিশ্চয়ই ভালো কিছু বয়ে আনবে।

১৯০৫ সালে আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরাটি উত্তোলন করা হয়েছিল। শতবছর আগে উদ্ধার হওয়া ওই হীরার নাম ছিল ‘কুল্লিনান’। হীরাটির ওজন ছিল ৩ হাজার ১০৬ ক্যারেট।

২০১৫ সালে বতসোয়ানার উত্তর–পূর্বাঞ্চলের কারোয়ে থেকে ১ হাজার ১০৯ ক্যারেটের একটি হীরার সন্ধান পাওয়া যা। টেনিস বলের সমান ওই হীরার নাম লেসেদি লা রোনা। বিশ্বে এখন পর্যন্ত সন্ধান পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরার স্বীকৃতি পেয়েছে এটি।

আফ্রিকায় হীরার সন্ধানে অন্যতম বতসোয়ানা। দেশটির খনিজসম্পদ মন্ত্রী লেফোকো মোয়াগি বলেছেন, ‘২০২০ সালে করোনা মহামারির কারণে হীরা বিক্রিতে তৈরি বিরুপ পরিস্থিতির মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান সত্যিই আশাব্যাঞ্জক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া