সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১০ দশমিক ৮৩ শতাংশ কমেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনাবাংলা ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৩১ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৯ দশমিক ৯৫ শতাংশ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৬৬ শতাংশ, মুন্নু এগ্রোর ৯ দশমিক ৫৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯ দশমিক ৫২ শতাংশ, সোনালী পেপারের ৯ দশমিক ৫১ শতাংশ, সমতা লেদারের ৯ দশমিক ৪০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৯ দশমিক ৩৮ শতাংশ এবং মুন্নু সিরামিকের শেয়ার দর ৯ দশমিক ৩৬ শতাংশ কমেছে।