গত মঙ্গলবার ফেড কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকের পর ইঙ্গিত দেওয়া হয় যে নীতিনির্ধারণী সুদহার দ্রুত বৃদ্ধি করা হবে। এর আগে ফেডের নীতিনির্ধারকেরা আগামী ২০২৪ সালের আগে সুদহার বাড়ানো হবে না বলে জানিয়েছিলেন।
করোনাভাইরাস অতিমারি পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভসহ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহারে ছাড় দেওয়ার নীতি নেয়, যার ফলে শেয়ারবাজারগুলোয় ইতিবাচক প্রভাব পড়ে। তবে এবারে ফেডারেল রিজার্ভ ইঙ্গিত দিল যে ২০২৩ সালের মধ্যেই দুবার নীতিনির্ধারণী সুদহার বাড়ানো হতে পারে। এ রকম সিদ্ধান্তের সপক্ষে তাদের যুক্তি হলো, যুক্তরাষ্ট্রের অধিকসংখ্যক মানুষ ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন এবং ব্যবসায়িক কর্মকাণ্ডও শুরু হয়ে গেছে। সব মিলিয়ে অর্থনীতি প্রত্যাশার তুলনায় দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে। তবে এই সবকিছু ছাপিয়ে মূল্যস্ফীতি বেড়েছে, যা সহনীয় করা প্রয়োজন।
নতুন সিদ্ধান্তের জেরে গত বুধবার প্রথমে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারের সূচকে পতন ঘটে। আর ওই পতন গতকাল বৃহস্পতিবার এশিয়ার শেয়ারবাজারেও ধাক্কা দেয়। একই সঙ্গে ইউরোপের শেয়ারবাজারেও পতন লক্ষ করা গেছে।
গত বুধবার ওয়াল স্ট্রিটের প্রধান শেয়ার সূচক এসঅ্যান্ডপি-৫০০ সূচক শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ৪ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডাওজোন্স সূচক দশমিক ৭৭ শতাংশ কমে ৩৪ হাজার ৩৪ পয়েন্টে এবং নাসডাক দশমিক ২৪ শতাংশ হ্রাস পেয়ে ১৪ হাজার ৩৯ পয়েন্টে নেমেছে।
অন্যদিকে এশিয়ার শেয়ারবাজারে গতকাল জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জে নিকেই-২২৫ সূচক ১ দশমিক ১ শতাংশ কমে ২৮ হাজার ৯৬৫ পয়েন্টে নেমে গেছে। হংকংয়ের হেংসেং সূচক শূন্য দশমিক ১ শতাংশ কমে ২৮ হাজার ৪৩৫ পয়েন্ট হয়েছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৩ হাজার ২৬১ পয়েন্টে নেমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স সূচক শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে ৫২ হাজার ৩২৩ পয়েন্ট হয়েছে। অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি-এএসএক্স ২০০ সূচক শূন্য দশমিক ৪ পয়েন্ট কমে ৭ হাজার ৩৫৮ পয়েন্ট হয়েছে। এ ছাড়া নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার শেয়ারবাজারেও সূচক কমেছে।
তবে ব্যতিক্রম শুধু চীনের সাংহাই কম্পোজিট সূচক। এটি শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৫২৬ পয়েন্টে উঠেছে। থাইল্যান্ডেও শেয়ারবাজার ইতিবাচক ছিল। এদিকে ইউরোপে যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক দশমিক ৫৮ পয়েন্ট কমে ৭ হাজার ১৪৩ পয়েন্টে, ফ্রান্সের সিএসি ৪০ সূচক দশমিক ১০ শতাংশ কমে ৬ হাজার ৬৪৬ পয়েন্টে নেমেছে। জার্মানির ড্যাক্স সূচকও কমেছে গতকাল। সূত্র: বিবিসি।