শুক্রবার (১৮ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্বিতীয় দফা লকডাউন শেষ হওয়ার পর শুক্রবার (১৮ জুন) থেকে তৃতীয় দফা লকডাউন শুরু হয়েছে। আগামী ২৫ জুন রাত ১২ টায় এই লকডাউন শেষ হবে।
এদিকে জানা গেছে, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেলেন ২৫৫ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। এছাড়া জেলায় নতুন করে ১৮৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সংক্রমণের হার ৪৭ দশমিক ৩১ শতাংশ।