সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাক ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৫০ পয়সা বা ৫১ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ৫৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ২৭ শতাংশ, কপারটেকের ২২ দশমিক ০৭ শতাংশ, রূপালী ব্যাংকের ২০ দশমিক ৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৯ দশমিক ৬৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ দশমিক ৬৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ২৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ১২ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।