সূত্র মতে, বৃহস্পতিবার লেনদেন শেষে ন্যাশনাল ফিড মিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪১ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সালভো কেমিক্যালের ৯ দশমিক ৯৬ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯ দশমিক ৯৪ শতাংশ, ইউনিক হোটেলের ৯ দশমিক ৯৪ শতাংশ, আমান ফিডের ৯ দশমিক ৮৭ শতাংশ, ফরচুন সুজের ৯ দশমিক ৮১ শতাংশ, সাফসো স্পিনিংয়ের ৯ দশমিক ৬৩ শতাংশ, খান ব্রাদার্সের ৯ দশমিক ২৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ৯ দশমিক ২৪ শতাংশ এবং এনআরবিসি ব্যাংকের শেয়ার দর ৭ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।