টিকটক নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। #হইসচেতন সেই পথে আরেকটি পদক্ষেপ। এর লক্ষ্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুশীলন করতে ব্যবহারকারীদের সচেতন করা।
লাখ লাখ মানুষের বিনোদনের একটি প্লাটফর্ম হিসেবে টিকটকের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে এর ব্যবহারকারীদের নিরাপত্তা, সুরক্ষা ও গোপনীয়তা। অ্যাপের মাধ্যমে সুরক্ষা দিতে টিকটক বেশ কিছু বিষয় গুরুত্ব বাড়িয়েছে যেমন: প্রাইভেসি সেটিংস, ফিল্টার, ইন-অ্যাপ রিপোর্টিং, কমিউনিটি গাইডলাইন তৈরি এবং স্থানীয় ভাষা সংযোজন।
এ প্রসঙ্গে টিকটকের মুখপাত্র বলেন, ‘অনলাইনে দায়িত্বহীন আচরণ পুরো খাত জুড়েই উদ্বেগ ছড়ায়, যা একটা যৌথ দায়বদ্ধতা। টিকটক বিনোদনের শীর্ষস্থানীয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরির প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা স্বাধীনভাবে তাদের সৃজনশীলতা দেখাতে পারেন। টিকটক কমিউনিটির সুরক্ষা ও কল্যাণের জন্য অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো আমরা অব্যাহত রাখবো। আমরা যেকোনো প্রকারের অপব্যবহারের বিরুদ্ধে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ও অ্যাপটির নিরাপদ এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতবদ্ধ।’
অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বলেন, ‘টিকটকের #হইসচেতন ক্যাম্পেইনে আমি আমার সমর্থন ব্যক্ত করছি। আমি এটাকে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটা অসাধারণ উদ্যোগ মনে করি। উদ্যোগটি ইন্টারনেট ব্যবহারকারীদের সজাগ করতে এবং অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে আচরণ সম্পর্কে সচেতন করতে কাজ করবে।’
টিকটকের নিরাপত্তার প্রচেষ্টা নিয়ে বিস্তারিত তথ্য জানতে ভিজিট: www.tiktok.com/safety।