জিম্বাবুয়েতে তিন ফরম্যাটে বাংলাদেশের আলাদা দল

জিম্বাবুয়েতে তিন ফরম্যাটে বাংলাদেশের আলাদা দল
জিম্বাবুয়ে সিরিজে ৩ ফরম্যাটের জন্য আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারী। টি-টোয়েন্টি ফরম্যাটে ডাক পেয়েছেন তিনি।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। এই উইকেটকিপার ব্যাটসম্যানকে তিন ফরম্যাটের দলেই রাখা হয়েছে।

টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। টি- টোয়েন্টিতে ফিরেছেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

ইনজুরি আক্রান্ত হলেও দলে রাখা হয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদকে। তবে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না মুশফিক।

সিরিজে ১টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ জুলাই থেকে একমাত্র টেস্ট ম্যাচের মাধ্যমে শুরু হবে সিরিজ।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দল

মুমিনুল হক (অধি.), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল

তামিম ইকবাল (অধি.), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল

মাহমুদউল্লাহ (অধি.), তামিম ইকবাল, নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, আমিনুল বিপ্লব, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়