বুধবার (২৩ জুন) লিগ কমিটির সভা শেষে মোহামেডান প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি বলেন, ‘মোহামেডানের প্রতিনিধি (প্রিন্স) সভায় জানিয়েছেন যে তাদের আটজন ফুটবলার নেগেটিভ ও বিদেশি কোচ নেগেটিভ হয়েছে। বাকিরা এখনো পজিটিভ।’
মোহামেডান ক্লাবের দাবি ছিল ফুটবলারদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা এবং লিগে তাদের খেলাগুলো পিছিয়ে দেয়া। আট জন ফুটবলার নেগেটিভ হওয়ায় এখন তারা খেলতে সম্মত বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান, ‘ইতোমধ্যে কয়েকজন ফুটবলার নেগেটিভ হয়েছেন এবং এখনো কয়েক দিন সময় আছে। ফলে তারা ম্যাচ খেলতে সম্মত হয়েছে।’
মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শেন লি নেগেটিভ হওয়ায় আগামীকাল থেকে অনুশীলনে যোগ দেবেন। আগের সূচি অনুযায়ী ২৫ জুন আবাহনী-মোহামেডান ম্যাচ হওয়ার কথা। মোহামেডানের অনুরোধে নতুন সূচি অনুযায়ী ২৫ জুনের পরিবর্তে ২৭ জুন হবে ঢাকা ডার্বি।
মোহামেডানের লিগ কমিটির প্রতিনিধি মঞ্জুর আলম অসুস্থ থাকায় আবু হাসান চৌধুরি প্রিন্স আজকের সভায় যোগ দিয়েছেন। তিনি ফেডারেশনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, ‘আমাদের অনুরোধের সাপেক্ষে ফেডারেশন ম্যাচটি দুই দিন পিছিয়েছে। আর আমার কোচিং স্টাফও ম্যাচ খেলার জন্য প্রস্তুত। সব কিছু মিলিয়ে আশা করি আবাহনী-মোহামেডান উপভোগ্য ম্যাচই হবে।’