বৃহৎ করদাতা ইউনিটে শতভাগ কর আদায়

বৃহৎ করদাতা ইউনিটে শতভাগ কর আদায়
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) আয়কর আদায়ের ক্ষেত্রে সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হয়েছে। বিদায়ী অর্থবছরে (২০২০-২১) এলটিইউর অধীনের বড় করদাতারা ২৪ হাজার ১১ কোটি টাকা দিয়েছে। এলটিইউর কর আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার কোটি টাকা। গত ছয় বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো কর আদায়ের লক্ষ্য অর্জন করেছে এলটিইউ। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

এলটিইউয়ের কমিশনার ইকবাল হোসেন গণমাধ্যমে বলেন, ‘করোনা সংকটে ব্যবসা-বাণিজ্য শ্লথগতি থাকলেও আমরা কর আদায়ের লক্ষ্য অর্জন করেছি। রাজস্ব আদায়ে এবার অন্যবারের চেয়ে এলটিইউ একটু বেশি সচেষ্ট ছিল। এ ছাড়া এনবিআরের পক্ষ থেকেও সুনির্দিষ্ট কিছু নির্দেশনা ছিল। এসব কারণে লক্ষ্য অর্জন হয়েছে।’

বর্তমানে এলটিইউতে ব্যাংক-বিমা, উৎপাদন, গণমাধ্যম, মোবাইল ফোন অপারেটর, ওষুধ খাতসহ ২৮১ কোম্পানি আছে। এ ছাড়া এসব কোম্পানির ৯৮৭ জন পরিচালকও এলটিইউতে ব্যক্তিগত আয়কর দেন।

২০১৯-২০ অর্থবছরের চেয়ে বিদায়ী অর্থবছরে এলটিইউ ৩ হাজার ১৭৩ কোটি টাকা বা ১৫ শতাংশের মতো বেশি কর আদায় করেছে। ২০১৯-২০ অর্থবছরে ২০ হাজার ৮৩৮ কোটি টাকা আদায় করেছিল এলটিইউ। এর আগে ২০১৪-১৫ অর্থবছরেও এলটিইউ আয়কর আদায়ের লক্ষ্য অর্জন করেছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ