ডব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ‘আমরা ম্যালেরিয়া থেকে মুক্তির জন্য চীনের জনগণকে অভিনন্দন জানাই।’ এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
যেসব দেশ কমপক্ষে টানা তিন বছর ম্যালেরিয়ামুক্ত স্থিতি সাফল্য অর্জন করেছে তারা এই প্রত্যয়নের জন্য আবেদন করতে পারে। তবে তাদের অবশ্যই সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন এবং পুনরায় সংক্রমণ রোধ করার দক্ষতা প্রদর্শন করতে হবে। চলতি সপ্তাহে ১০০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল চায়না কমিউনিস্ট পার্টি (সিসিপি)। ডব্লিউএইচও এর সাম্প্রতিক স্বীকৃতিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পার্টির নেতারা।
সিসিপির জ্যেষ্ঠ সদস্য ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘সিসিপি এবং চীনের সরকার সবসময়ই জনগণের স্বাস্থ্য, নিরাপত্তা ও উন্নতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে চীনের স্বীকৃতিলাভ দেশটির জনস্বাস্থ্য ও বৈশ্বিক মানবাধিকারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।’