এই ম্যাচের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। যেখানে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। টপ অর্ডার ব্যাটসম্যান তাকুজওয়ানাশে কাইতানো, ডিয়ন মায়ের্স ও কিপার-ব্যাটসম্যান জয়লর্ড গাম্বির সামনে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হওয়ার সুযোগ।
এছাড়াও দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনকে। সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন প্রিন্স মাসভাউরে ও তারিসাই মুসাকান্দা।
৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপরই রঙিন পোশাকের লড়াই। ৩ ম্যাচের ওয়ানডে লড়াইয়ের প্রথমটি হবে ১৬ জুলাই। এ লড়াইয়ে শামিল হবেন যারা, সেই দলের সদস্যরা জিম্বাবুয়ের জন্য ঢাকা ছাড়বেন আগামী ৯ জুলাই। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যার প্রথমটি শুরু ২৩ জুলাই। সিরিজের প্রতিটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড:
রেজিস চাকাবভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা শিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গে, কায়া রয়, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো ও শন উইলিয়ামস (অধিনায়ক)।