১৫ জুলাই পর্যন্ত ঢাকা থেকে কোনো যাত্রী নেবে না এমিরেটস এয়ারলাইনস। আর ইতিহাদ এয়ারওয়েজ বন্ধ রাখবে ২১ জুলাই পর্যন্ত।
এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও শ্রীলংকায় যাত্রীবাহী বিমান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে।
এছাড়া গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন এমন যাত্রীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
তবে শুধু সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি ও কূটনৈতিক মিশনের সদস্যরা যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে।
এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস।
এদিকে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট পরিচালনা-সংক্রান্ত নিষেধাজ্ঞা আবারো বাড়িয়েছে।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট পরিচালনা করবে না সংস্থাটি।
এছাড়া ২১ জুলাই পর্যন্ত ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকেও ইতিহাদের সব ফ্লাইট বন্ধ থাকবে। এক টুইট বার্তায় এ চারটি দেশকে নভেল করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সর্বোচ্চ ঝুঁকিতে থাকার কথা উল্লেখ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।