বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
জাপানের সমুদ্রতীরবর্তী শহর আটামিতে বৃষ্টি ও ভূমিধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন শতাধিক। দেশটির বিভিন্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা সবাইকে উদ্ধার করতে চাই।’ তিনি বলেন, পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা এ জন্য কাজ করছেন।
উদ্ধারকারী দলের মুখপাত্র হিরোকি ওনুমা রয়টার্সকে বলেছেন, টোকিওর দক্ষিণ–পশ্চিমাঞ্চলের আটামি শহরে আরও এক নারীর মৃত্যু নিশ্চিত হয়েছে। সেখানে ১১৩ জন নিখোঁজ রয়েছেন। ওনুমা আরও বলেন, ‘আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’
স্থানীয় সময় গত শনিবার সকালে আটামিতে ১৩০টি ভবন ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, পানি, কাদা ও ধ্বংসস্তূপ নদীতে গিয়ে পড়েছে।
ওনুমা জানান, আটামিতে এখন বৃষ্টি থেমে গেছে। তবে আরও বৃষ্টি হতে পারে। এতে ভূমিধস আরও বেড়ে যাবে। পরিস্থিতি কোন দিকে যেতে পারে, তা বোঝা যাচ্ছে না।