শুক্রবার (৯ জুলাই) ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, কারখানার ভেতরে প্লাস্টিক ও কেমিক্যালসহ প্রচুর দাহ্য পদার্থ ছিল। এ কারণেই মূলত আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন চলছে ড্যাম্পিংয়ের কাজ।
তিনি আরও জানান, শুক্রবার ওই ভবন থেকে ৪৯ জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্যাম্পিংয়ের কাজ শেষে ওই ভবনে আরও লাশ আছে কি না, তা তল্লাশি করে দেখা হবে।