শুক্রবার (১৬ জুলাই ) ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে কালিহাতীর উপজেলার পৌলি পর্যন্ত সড়কের ১৭ কিলোমিটার অংশে পরিবহন ধীরগতিতে চলাচল করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে দ্বিগুন পরিবহন চলাচল করায় শুক্রবার দিবাগত রাত থেকে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে টাঙ্গাইলের পৌলি, এলেঙ্গা, জোকারচর, আনালিয়াবাড়ি এলাকায় থেমে থেমে যান চলাচল করছে। আবার কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সিরাজগঞ্জের নলকা ব্রিজ ও পশ্চিমপাড় অংশে মহাসড়কের কাজ চলামান থাকায় সেখানে পরিবহনের চাপ টাঙ্গাইল অংশে গিয়ে ঠেকেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বৃহস্পতিবার রাত থেকে মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ পরিবহন চলাচল করছে। এতে চাপ বেড়ে যাওয়ায় ধীরগতিতে পরিবহন চলাচল করছে। মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।