আগামী ২১ জুলাই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদ উপলক্ষে ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত মোট ৩ দিন সরকারি ছুটি। এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোট ১৪ দিন সারাদেশে চলবে বিধিনিষেধ।
সরকার ঘোষিত এ বিধিনিষেধে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারীরা (বিধিনিষেধের সময়) নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাফতরিক কাজ ভার্চুয়ালি (ই-নথি, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।
বিধিনিষেধ শেষে ৬ আগস্ট শুক্রবার এবং ৭ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি। ঈদের ৩ দিন, বিধিনিষেধের ১৪ দিন এবং সাপ্তাহিক ছুটি ২ দিন মিলে মোট ১৯ দিনের জন্য সচিবালয় ছাড়লেন কর্মকর্তা-কর্মচারীরা।
ঈদের পর ১৪ দিনের বিধিনিষেধে সরকারি চাকুরেদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য গত ১৪ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়। সব সচিবদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ ঘোষণাসহ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। উক্ত বিধিনিষেধের সময় সরকারি কর্মচারীগণকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিধিনিষেধ আরোপকালীন সচিবদের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সকল দফতরের সরকারি কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত থাকা এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বলা হয়েছে।