এর আগে গত ৭ জুলাই আশিকের নিয়োগে সম্মতি জানিয়ে ডিএসইকে চিঠি দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আশিকের নিয়োগ বাদ করে দেওয়ায় ডিএসইর সিআরও পদে শওকত জাহানকে নিয়োগ দিয়েছে কমিশন। এই দুই বিষয়ে সোমবার ডিএসইতে চিঠিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে শওকত জাহানের নিয়োগ অবশ্য অনেকটা আগেই দিয়ে রেখেছিল কমিশন। আশিকের নিয়োগের সময়ই কমিশন বলে দিয়েছিল, আশিক যদি ৩০ দিনের মধ্যে যোগদান না করেন, তাহলে শওকত জাহান সিআরও পদে যোগদান করবেন।
জানা যায়, ২০২০ সালের ৫ জানুয়ারিতে অসুস্থতার কারণে একেএম জিয়াউল হাসান সিআরও থেকে পদত্যাগ করেন। এরপর থেকে এই পদটি শূন্য হয়।