ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রোববার (২৫ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টি ইউনিট পাঠানো হয়। বেলা ১১টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, মোট সাতটি ইউনিট এখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এখানে দেখতে পেয়েছি ফরচুন মোটরস, আলাউদ্দিন মোটরসহ সাত-আটটার মতো গ্যারেজ আছে। খুব সম্ভবত গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত এখানে। পরে বাসে ও প্রাইভেটকারে ছড়িয়ে পড়ে।
এর আগে শনিবার রাতে রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে লাগা আগুনে দুটি বাস পুড়ে ভস্মীভূত হয়। এতে ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা।