চলমান সফরে টানা পাঁচ ম্যাচ জিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানে হেরে যায় বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবার জয় পেয়েছে জিম্বাবুয়ে। বোলারদের আলগা বলের পাশাপাশি বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ১৬৬ রান তোলে জিম্বাবুয়ে। পরে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দায়িত্বশীল ভূমিকাতে কাউকে দেখা যায়নি। এই কারণেই ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ। রবিবারের অলিখিত ফাইনালে এইসব ভুল শুধরে মাঠে নামতে মুখিয়ে বাংলাদেশ।
এই ম্যাচেও নিয়মিত দুই মুখ লিটন দাস ও মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। ঊরুর চোটে ভুগছেন লিটন আর মোস্তাফিজের ব্যথা পায়ের গোড়ালিতে। একই কারণে আগের ম্যাচেও খেলা হয়নি এই দুই ক্রিকেটারের। এদিকে আগের একাদশ থেকে একটি পরিবর্তন আসতে পারে। মেহেদী হাসানের বদলে সুযোগ হতে পারে নাসুম আহমেদের। সিরিজ নির্ধারণী ম্যাচে বড় ভূমিকায় থাকতে হবে সাকিব-মাহমুদউল্লাহকে।
এদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়ক সিকান্দার রাজার চোখ টি-টোয়েন্টি সিরিজ জয়ে, ‘ট্রফি জয় অবশ্যই দারুণ ব্যাপার। বাংলাদেশ দুই ফরম্যাটে জিতেছে। আমারা টি-টোয়েন্টি ট্রফি রেখে দিতে পারলে ভালোই হবে। অনেকে বলবে এটা অন্য একটি খেলার মতোই, কিন্তু এটি ফাইনাল। আমরা এটিকে ফাইনালের মতো মনে করেই লড়বো।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। এবারও সিরিজ হাতছাড়া করতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘যেহেতু একটা ম্যাচ আছে। ওই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবে খেলবো। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই আমরা ম্যাচটা জেতার চেষ্টা করবো।’