কবিরহাট, কোম্পনীগঞ্জ ও সদর উপজেলার করোনায় মৃতদের স্বজনরা এগিয়ে না আসলেও নিজ থেকে সাত সদস্যের টিম নিয়ে লাশ দাফন করতেন তিনি।
বুধবার (৪ আগস্ট) দুপুরে করোনা পজিটিভের বিষয়টি নিজেই নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার (২ আগস্ট) কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের করোনায় মারা যাওয়া এক নারীর দাফনের পর অসুস্থ হয়ে পড়ি। পরে বুধবার (৪ আগস্ট) কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে পজিটিভ আসে। এখন বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহন করছেন। নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
তিনি জানান, এ পর্যন্ত তার নেতৃত্বে ২৯ জনকে দাফন করা হয়েছে। যাদের মধ্যে ২৪ পুরুষ ও পাঁচ নারী রয়েছেন। তাদের মধ্যে ২৬ জন কবিরহাটের, দুইজন কোম্পানীগঞ্জের ও একজন সুধারামের বাসিন্দা।